পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শেষে আগামীকাল রবিবার (২ জুলাই) থেকে খুলছে ব্যাংক ও বিমা কোম্পানির অফিস। একইসঙ্গে শুরু হচ্ছে শেয়ারবাজারের লেনদেন।
ঈদুল আজহা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকায় টানা পাঁচ দিন শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকে। আগামীকাল থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হবে আগের সূচিতে। অর্থাৎ, সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হবে।