পশ্চিম আফ্রিকার দেশ মালি থেকে শান্তিরক্ষা মিশন গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আজ শনিবার দেশটি থেকে প্রায় ১২ বছর ধরে চলতে থাকা মিশন গুটিয়ে নেওয়ার কাজ শুরু হওয়ার কথা।
মালির জান্তা সরকার বিদেশি সৈন্য তুলে নেওয়ার দাবি জানানোর পর নিরাপত্তা পরিষদ গতকাল শুক্রবার নিরঙ্কুশ ভোটে শান্তিরক্ষা মিশন বাতিলের এ সিদ্ধান্ত নিল।
ঢাকায় জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন, শান্তিরক্ষা বাহিনী যে দেশে কাজ করে, সেই দেশের সরকারের সম্মতি ও অনুমোদনের বাধ্যবাধকতা আছে। এ কারণে মালিতে শান্তিরক্ষা মিশন রাখার কোনো সুযোগই নেই।