দ্বিতীয় মিনিটেই সুবর্ণ সুযোগ কড়া নাড়ল দরজায়। সাড়া দিতে পারলেন না শেখ মোরসালিন। এরপর গোললাইন থেকে হেড ফিরিয়ে দলের ত্রাতা ইসা ফয়সাল। আনিসুর রহমান জিকোও পোস্ট আগলে রাখলেন দারুণ দৃঢ়তায়। দ্বিতীয়ার্ধে রাকিব হোসেনের শট ফিরল ক্রসবার কাঁপিয়ে। শক্তিশালী কুয়েতকে আত্মবিশ্বাসী ফুটবলের পসরা মেলে ৯০ মিনিট আটকে রেখে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে গেল বাংলাদেশ।
বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে শনিবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে লড়ছে বাংলাদেশ ও কুয়েত। নির্ধারিত ৯০ মিনিটে জালের দেখা পায়নি কোনো দল। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
শুরুর একাদশে ফিরলেন তারিক
মালদ্বীপ ম্যাচে দারুণ এক গোল করার পর চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন কাজী তারিক রায়হান। ডান পায়ের হাঁটু ও গোড়ালির মাঝামাঝি পাওয়া ওই চোটে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে খেলতে পারেননি এই ডিফেন্ডার। কুয়েত ম্যাচের সেরা একাদশে ফিরেছেন তারিক। তাকে জায়গা দিয়ে বেঞ্চে ফিরেছেন রহমত মিয়া। অন্য দিকে সাত পরিবর্তন এনে বাংলাদেশ ম্যাচের একাদশ সাজান কুয়েত কোচ রুই বেন্তো।
সুবর্ণ সুযোগ নষ্ট মোরসালিনের
দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার আনন্দে ডানা মেলতে পারত বাংলাদেশ। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা রাকিব হোসেনের নিখুঁত আড়াআড়ি ক্রসে বল এক ডিফেন্ডারের পায়ে ফাঁক গলে যায় ফাঁকায় থাকা শেখ মোরসালিনের পায়ে। এমন সুযোগ অবিশ্বাস্যভাবে তিনি নষ্ট করেন গোলরক্ষকের গায়ে মেরে! এরপর ফিরতি বল পেলেও তালগোল পাকিয়ে কাজে লাগাতে পারেননি মালদ্বীপ ও ভুটান ম্যাচে জালের দেখা পাওয়া মোরসালিন।