ময়মনসিংহের পুরনো ব্রহ্মপুত্র নদের খননকাজ মুখথুবড়ে পড়েছে। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের চার বছরে অগ্রগতি ৪৬ শতাংশ। এ সময়ে খননকাজে ব্যয় হয়েছে ৪৫০ কোটি টাকা। ধীরগতিতে খননকাজের ৪৬ শতাংশ অগ্রগতির পরও ব্রহ্মপুত্র নদে প্রত্যাশিত পানির প্রবাহ ফিরে আসেনি। উল্টো খননকাজের অনেক এলাকায় নতুন করে ছোট-বড় চর জেগে উঠেছে। নদের অনেক জায়গায় হাঁটুসমান পানি। হেঁটে নদ পার হচ্ছেন অনেকে। খনন কোনও কাজে আসেনি দাবি করে এ নিয়ে ক্ষুব্ধ ও হতাশ জেলা নাগরিক আন্দোলনের নেতাসহ সাধারণ মানুষ। প্রতিবাদে ইতোমধ্যে নানা শ্রেণিপেশার মানুষ আন্দোলনে নেমেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পুরনো ব্রহ্মপুত্র নদ খননের কাজ করছে। প্রকল্প বাস্তবায়নের পর ব্রহ্মপুত্র নদ খনন এলাকার রক্ষণাবেক্ষণের কাজও করবে বিআইডব্লিউটিএ। পানিসম্পদ মন্ত্রণালয়ের ট্রাস্টি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং এই প্রকল্পের পরামর্শক হিসেবে কাজ করছে। ২০১৯ সালে শুরু হওয়া প্রকল্পের কাজ ২০২৪ সালের জুন মাসে শেষ হওয়ার কথা। চার বছরের মাথায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর চেষ্টা চলছে। করোনা পরিস্থিতি, প্রকল্পের অর্থ ছাড়ে ধীরগতি, ব্রহ্মপুত্র খনন, খননের বালু রাখা নিয়ে স্থানীয়ভাবে বাধা সৃষ্টি এবং সমন্বয়হীনতা প্রকল্পের অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে বলে দাবি বিআইডব্লিউটিএর।