সেপ্টেম্বর নাগাদ দেউলিয়াত্ব থেকে বেরিয়ে আসতে পারে শ্রীলংকা: প্রেসিডেন্ট

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ জুন ২০২৩, ২০:১৭

শ্রীলংকা সেপ্টেম্বর নাগাদ দেউলিয়াত্ব থেকে বেরিয়ে আসতে পারে, বলেছেন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।


এর মধ্য দিয়ে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট জর্জরিত শ্রীলংকার মোড় ঘুরে যাওয়ার ইঙ্গিত দিলেন তিনি।


সেপ্টেম্বরের মধ্যেই শ্রীলংকার দেউলিয়াত্ব জয় করার ব্যাপারে বিক্রমাসিংহে আস্থা প্রকাশ করেছেন বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে তার কার্যালয়।


১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর সাত দশকের মধ্যে সবচেয়ে বাজে অর্থনতিক সংকট দেখা শ্রীলংকা বিদেশি মুদ্রার রিজার্ভ ফুরিয়ে যাওয়ায় গত বছর প্রথমবার ঋণখেলাপি হিসেবে গণ্য হয়।


বৃহস্পতিবার শ্রীলংকা তাদের অভ্যন্তরীন ঋণ পুনর্গঠনে কর্মসূচি চালু করেছে। বিনিয়োগকারীদের সঙ্গে এবং চীন, জাপান ও ভারতের মতো প্রধান ঋণদাতা দেশগুলোর সঙ্গে অলোচনা এগিয়ে নিতে এই ঋণ পরিকল্পনা শ্রীলংকার জন্য গুরুত্বপূর্ণ।


প্রেসিডেন্ট বলেন, “এ পরিস্থিতিতে আমরা এটুকুই অর্জন করতে পারব। তার ওপর আমাদের সুদের হার কমে আসবে। সেটি হওয়া কয়েক মাসের ব্যাপার। দ্বিতীয়ত, উন্নয়ন সহায়তাও শুরু হবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us