সম্প্রতি রুশ সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অভ্যুত্থান ঘোষণা করে ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী গ্রুপ ওয়াগনার। যদিও ওয়াগনার প্রধান প্রিগোজিনের অভ্যুত্থান সফল হয়নি। তবুও এটা পুতিনের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে মনে করা হচ্ছে।
এ নিয়ে শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে প্রশ্ন করা হয়। এর জবাবে তিনি বলেন, ‘রাশিয়া অধিকতর শক্তিশালী হিসেবে আবির্ভূত হবে। অতীতে যেকোনো সমস্যা থেকে তার দেশ আরও শক্তিশীল ও স্থিতিশীল হিসেবে আবির্ভূত হয়েছে।