ভোলায় ট্রলারডুবির ৫ দিন পর ৫ জেলের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ৬ জন

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) প্রকাশিত: ৩০ জুন ২০২৩, ১৮:৪৪

বাংলাদেশের ভোলা জেলার চরফ্যাশন উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় ট্রলারডুবির পাঁচ দিন পর ৫ জেলের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়।


শুক্রবার (৩০ জুন) দুপুর ২টার দিকে বঙ্গোপসাগরের মোহনা থেকে মরদেহ এবং জীবিতদের উদ্ধার করে জেলেরা। এ ঘটনায় এখনো ২ জন নিখোঁজ রয়েছেন।


ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিরা হলেন; মো. হারুন দর্জি, মো. শরীফ হোসেন, মো. সাত্তার হাওলাদার, মো. নুর ইসলাম ও ফজলে করিম বারী।


ভোলার চরফ্যাশন উপজেলার সামরাজ মাছঘাট এলাকার মাঝি ও আড়তদাররা জানান, গত ২৫ জুন হাঙ্গীর মাঝির ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান ১৩ জেলে। একদিন পর, সাগরের প্রবল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। নিখোঁজ হন ১৩ জেলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us