গরু ও ছাগলের চামড়ার দাম নেই। নীলফামারীতে পানির দামে বিক্রি হচ্ছে কোরবানির চামড়া।
ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় মৌসুমি ও পাইকার ব্যবসায়ীরা। কোরবানিদাতারা বলছেন, চামড়া যেন গলার কাঁটা।
অন্যদিকে, চামড়ার পানির দামের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এতিম, অসহায় ও গরিব মানুষ। জেলা শহরের বড় বাজার ট্র্যাফিক মোড়, চৌরঙ্গীর মোড়, আনন্দবাবুর পুল ও উকিলের মোড় ঘুরে এমন চিত্র দেখা যায়।
শহরের বাড়াইপাড়া মহল্লার মৌসুমি ব্যবসায়ী জাহিদুল ইসলাম জানান, গ্রাম ঘুরে প্রতিটি ৩০০-৩৫০ টাকা দরে ৩০ পিস গরুর চামড়া কিনে বাজারে পানির দামে বিক্রি করতে হচ্ছে। ফলে তার মাথায় হাত পড়েছে। কপালে ভেসে উঠেছে চিন্তার ভাজ। কারণ জানতে চাইলে তিনি বলেন, ১৫ হাজার টাকার চামড়া কিনে এখন বাজারে পাইকাররা দাম করছে অর্ধেকের একটু বেশি। চামড়া সংরক্ষণে একমাত্র উপকরণ লবণ। সেই লবণ দোকান থেকে চড়াদামে (২২ টাকা কেজি) কিনতে হচ্ছে।