বিশ্বের সেরা শিল্প–চোর নিজেকে ভাবতেন ‘শিল্পের মুক্তিদাতা’

প্রথম আলো মাইকেল ফিনকেল প্রকাশিত: ৩০ জুন ২০২৩, ১৪:৩৩

‘প্রথমেই যা করবেন, তা হলো, জাদুঘর থেকে শিল্পকর্ম চুরির যত সিনেমা দেখেছেন, সেগুলো ভুলে যাবেন।’ শিল্প–চোরের প্রথম টিপস ছিল এটা। ‘ছাদের জানালা, ধুম্রবোমা কিংবা গোলাগুলি খুব সিনেম্যাটিক মনে হতে পারে। কিন্তু আপনি যদি জেলে যেতে না চান, তাহলে এসব পদ্ধতি হলো শিল্পকর্ম চুরির ক্ষেত্রে সবচেয়ে অকার্যকর ও ভয়ানক পদ্ধতি।’


শিল্পকর্ম চুরির ইতিহাসে স্টেফান ব্রেইটউইজার (৫২) সর্বকালের সেরা চোর। ইউরোপের অসংখ্য জাদুঘর ও গির্জা থেকে তিনি প্রায় দুই বিলিয়ন ডলার মূল্যের শিল্পকর্ম চুরি করেন।


আমি যখন ব্রেইটউইজারকে নিয়ে বই লেখার প্রস্তুতি নিচ্ছিলাম, তিনি আমাকে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিয়েছেন। তাঁর অপরাধী মনের নাগালও পাই সে সময়। তিনি নিজেই তাঁর চরিত্রের এই অংশ প্রকাশ করেন।


জোর করে জাদুঘরের দরজা খোলা, জানালা দিয়ে হামাগুড়ি দিয়ে জাদুঘরে ঢোকা অথবা ছাদের জানালা থেকে দড়ি বেয়ে নিচে নামার কোনো প্রয়োজন নেই। এমনকি জাদুঘর যখন বন্ধ, তখনো আসার দরকার নেই।


সাধারণত চুরির জন্য সবচেয়ে ভালো সময় হলো দুপুরের খাবার সময়। এ সময় ভিড় কিছুটা পাতলা হয়ে আসে, নিরাপত্তারক্ষীরাও পালাক্রমে খেতে যান।


গাড়ি কোথায় পার্ক করবেন, তা নিয়েও খুব বিচলিত হওয়ার দরকার নেই। জাদুঘরের কাছাকাছি কোনো একটা জায়গায় পার্ক করলেই হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us