জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধে যখন বিশ্বের বিভিন্ন দেশ ব্যস্ত তখন নতুন উদ্ভাবনের কথা জানিয়েছে গুয়াংজু অটোমোবাইল গ্রুপ (জিএসি)। সম্প্রতি এক ঘোষণায় কোম্পানিটি গ্যাসোলিন ও অন্যান্য জ্বালানির পরিবর্তে অ্যামোনিয়ায় চালিত ইঞ্জিন আবিষ্কারের কথা জানিয়েছে। এটিই হবে গাড়ির জন্য প্রথম ব্যতিক্রম ইঞ্জিন। খবর গিজমোচায়না।
চীনের গাড়ি নির্মাতা কোম্পানিটি জানায়, অ্যামোনিয়ার একটি বিষয় হচ্ছে এটি দ্রুত ক্ষয় হয় না। আর এটি জ্বালানি হিসেবে গাড়ির জন্য ইতিবাচক। এ কারণে কোম্পানিটি যাত্রীবাহী গাড়িতে এ উপাদান ব্যবহারের প্রযুক্তি প্রকাশ্যে এনেছে। এ উদ্ভাবন সমাজে কী পরিবর্তন আনবে ও বাণিজ্যিকভাবে এর ব্যবহারের বিষয়ে জানতে জিএসি খুবই উদগ্রীব।
জিএসির বার্ষিক প্রযুক্তি উদ্ভাবন প্রক্রিয়ার অংশ হিসেবে অ্যামোনিয়াচালিত ইঞ্জিন তৈরি করেছে কোম্পানিটি। এছাড়াও এ ইভেন্টে ব্র্যান্ডটির গোভ ফ্লাইং কার ও ট্রাম্পচি হাইব্রিড-হাইড্রোজেন মিনিভ্যানও দেখানো হয়েছে। জাপানের গাড়ি নির্মাতা টয়োটা এ প্লাটফর্মের প্রচারণা চালিয়েছে।