স্টিভেন স্মিথের দারুণ সেঞ্চুরির পর ব্যাট হাতে আর কেউ আলো ছড়াতে পারেননি। তবে সংগ্রহ খুব একটা কম হয়নি অস্ট্রেলিয়ার।
জবাব দিতে নেমে আক্রমণাত্মক শুরু করে ইংলিশরা। জ্যাক ক্রলি বিদায় নিলেও বেন ডাকেট লড়েন অনেকটা সময়। তবে অল্পের জন্য তিন অঙ্ক ছোঁয়া হয়নি তার।
লর্ডস টেস্টে প্রথম ইনিংসে ৪১৬ রান করে গুটিয়ে যায় অস্ট্রেরিয়া। জবাবে ৪ উইকেটে ২৭৮ রান করে দ্বিতীয় দিন শেষ করে ইংল্যান্ড। তারা এখনও পিছিয়ে আছে ১৩৮ রানে। ক্রিজে থাকা হ্যারি ব্রুক ৪৫ ও বেন স্টোকস অপরাজিত আছেন ১৭ রানে।
৫ উইকেটে ৩৩৯ রান নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়া দিনের দ্বিতীয় ওভারে হারায় অ্যালেক্স কেয়ারিকে। ২২ রানে বিদায় নেন তিনি। আগের দিন পঞ্চাশোর্ধ ইনিংস খেলা স্মিথ এরপর পান সেঞ্চুরির দেখা; ১৬৯ বলে। এরপর আর টিকতে পারেননি বেশিক্ষণ। ১১০ রানে হারান উইকেট। পরবর্তীতে আর কেউ তেমন রান করতে পারেননি। কেবল ২২ রানে অপরাজিত থাকেন প্যাট কামিন্স।