বর্ষা ঋতুতে কখন কোন সময় যে বৃষ্টি হবে তা বোঝা কঠিন। তাই বাইরে বেরোনোর আগে সঙ্গে ছাতা থাকা খুব জরুরি। তবে ছাতা দিয়ে মাথা রক্ষা হলেও পকেটে থাকা ফোন কিন্তু সব সময়ে সুরক্ষিত রাখা যায় না। একটু অসতর্ক হলেই বর্ষার পানি লেগে ফোন খারাপ হয়ে যেতে পারে। তবে কয়েকটি বিষয় মাথায় রাখলে ফোন সুরক্ষিত থাকবে।
১) কোনো কারণে যদি ফোনে পানি লেগে যায়, তা হলে প্রথমেই ফোনটি বন্ধ করে দিন। তার পর শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। পানি ফোনের মধ্যে ঢুকে যাতে শট সার্কিট না হয়ে যায়, সেজন্য ফোন বন্ধ করে দেওয়াই শ্রেয়।
২) বর্ষার দিনে সব সময়ে একটি পলিথিন রাখুন। হঠাৎ বৃষ্টিতে সঙ্গে ছাতা না থাকলে ফোনটি পলিথিনে ঢুকিয়ে রাখুন। পলিথিন ব্যাগের ওপরে গিঁট মেরে দিন। চাইলে জিপার লক ব্যাগও ব্যবহার করতে পারেন। সেই ব্যাগের ভেতরে ফোন ঢুকিয়ে জিপ লক করে দিন।
৩) ফোনের একটা ওয়াটারপ্রুফ কভার কিনে রাখুন। এই কভারে ফোন ঢুকিয়ে নিলে আর ভিজে যাওয়ার ভয় থাকবে না। এই কভারের মধ্যে রেখেও ফোন ব্যবহার করতে পারেন।