বর্ষায় ছত্রাকের সংক্রমণমুক্ত থাকবেন কীভাবে?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৯ জুন ২০২৩, ১৯:০২

বর্ষা অনেকেরই পছন্দের মৌসুম। তবে এসময়টা কারো কারো জন্য সুখকরও নয়। কারণ বর্ষা ডেকে আনে নানা অসুখ, সর্দি-কাশি। তার ওপর বর্ষায় ভিজে ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় কিছু ছত্রাকঘটিত রোগের চোখরাঙানি তো আছেই।


বর্ষার মৌসুমে ছোট থেকে বড়— সবারই ছত্রাকঘটিত রোগের জ্বালায় কমবেশি ভুগতে হয়। কীভাবে রেহাই পাবেন এই রোগের প্রকোপ থেকে?


বর্ষায় ছত্রাকের সংক্রমণ এড়িয়ে চলতে আর কী কী মেনে চলবেন?


১) গোসলের পর ভালো করে শরীর মুছতে হবে। শরীরের ভাঁজে ভাঁজে জমে থাকা পানি ভালো করে মুছে নিয়ে তবে জামাকাপড় পরুন।


২) এই সময়ে জিন্স কিংবা খুব বেশি চাপা ট্রাউজার্স না পরাই ভালো। ছত্রাকের সংক্রমণ এড়াতে ঢিলেঢালা ট্রাউজার্স এবং পোশাক পরাই ভালো।


৩) সম্ভব হলে প্রতিদিন তোয়ালে কাচুন। দীর্ঘদিন একই তোয়ালে ব্যবহার করলেও সংক্রমণের ঝুঁকি বাড়ে।


৪) একদিন অন্তর অন্তর অন্তর্বাস বদলে ফেলুন। নয়তো সংক্রমণের আশঙ্কা অনেক বেড়ে যায়।


৫) ভেজা জুতা পারবেন না ভুলেও। জুতা ভিজে গেলে সেই জুতা সম্পূর্ণ না শুকালে পরবেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us