কাশিমপুর কারাগারে ঈদের ৩২টি জামাত, বন্দীদের জন্য বিশেষ খাবার, নতুন পোশাক

প্রথম আলো প্রকাশিত: ২৯ জুন ২০২৩, ১৭:৩১

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় চারটি কারাগারের মধ্যে নারীদের একটি ছাড়া বাকি তিন কারাগারে ৩২টি ঈদের জামাত হয়েছে। ৬ হাজার ১৫৮ জন্য বন্দীকে দেওয়া হয়েছে বিশেষ খাবার। এ ছাড়া দরিদ্র বন্দীদের মধ্যে বিতরণ করা হয়েছে নতুন জামাকাপড়। নতুন পোশাক পরে ঈদের জামাতে নামাজ পড়ার পর নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে ঈদ উদ্‌যাপন করেছেন বন্দীরা।


কারা কর্তৃপক্ষ জানায়, কারাগারে নিজস্ব ব্যবস্থাপনায় দরিদ্র বন্দীদের চিহ্নিত করে নতুন পোশাক সরবরাহ করা হয়েছে। ঈদের দিন অনেক বন্দীর স্বজনেরা সকাল থেকে কারাগারে আসেন। কারাগারের ব্যবস্থাপনায় ঈদের বিশেষ খাবার থাকলেও স্বজনেরাও তাঁদের রান্না করা খাবার দিয়ে গেছেন। বন্দীদের সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাৎ করতে দেওয়া হয়েছে। পাশাপাশি বন্দীদের অংশগ্রহণে আনন্দ আয়োজনও করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us