স্কুলে যাওয়ার সময় প্রায়ই করত উত্যক্ত। কখনও হাত ধরে উপহার দেওয়ার চেষ্টা, আবার কখনও জোর করে চুম্বন। একাধিকবার আপত্তি জানালেও লাভ হয়নি। তাই শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে নিজেরাই শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিল দুই বোন।
দেশের বিভিন্ন প্রান্তে মহিলাদের উত্যক্ত করার ঘটনা প্রায়ই উঠে আসে শিরোনামে। যা কখনও পুলিশের খাতায় জায়গা পায়, আবার কখনও ফাইলে নথিভুক্ত হলেও আদপে অভিযুক্তের কোনও শাস্তিই হয় না। তাই বোনের সঙ্গে হওয়া ঘটনায় আর পুলিশের জন্য অপেক্ষা করতে রাজি ছিল না এক কিশোরী। বোনকে শ্লীলতাহানির চেষ্টা করার প্রতিবাদে এগিয়ে আসে দিদি। অভিযুক্ত যুবককে প্রকাশ্য রাস্তায় মারধর করতে শুরু করে দুই বোন। ঘটনাস্থলের ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেটপাড়ায়।