কী ভাবে মুক্তির ছাড়পত্র পেল ‘আদিপুরুষ’? মুখ খুললেন সিবিএফসি-র সদস্য বিবেক অগ্নিহোত্রী

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৮ জুন ২০২৩, ১২:৪২

ওম রাউত পরিচালিত ছবি ‘আদিপুরুষ’কে ঘিরে প্রত্যাশা ছিল। হিন্দু মহাকাব্য ‘রামায়ণ’-এর সিনেম্যাটিক সংস্করণ বলে কথা, ছবির জন্য মুখিয়ে ছিলেন দর্শক ও অনুরাগীরা। তবে ছবি দেখে হতাশ হয়েছেন তাঁদের একটা বড় অংশ। ছবিতে সীতার জন্মস্থান, হনুমানের সংলাপ নিয়ে ক্ষুব্ধ দর্শকের একাংশ। ছবিটি নিষিদ্ধ করার জন্য এলাহাবাদ হাই কোর্টে মামালা দায়ের হয়‌েছে।


অনেকেরই প্রশ্ন, এত গাফিলতির পরও ছবিটি ছাড়পত্র পেল কী ভাবে? এ বার ‘আদিপুরুষ’ প্রসঙ্গে মুখ খুললেন ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’ (সিবিএফসি)-এর সদস্য পরিচালক বিবেক অগ্নিহোত্রী। আরও পড়ুন: বরের সঙ্গে ছবি সরিয়ে দিলেন আসিন, মোবাইল সংস্থার কর্তার সঙ্গে বিচ্ছেদ ‘গজনি’ তারকার ২৩ বছর ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র চেয়ারে অমিতাভ, সম্মতির আগে রেখেছিলেন কোন শর্ত? বিবেককে প্রশ্ন করা হয়, কেন তাঁরা ‘আদিপুরুষ’ ছবি মুক্তির সময় একাধিক দৃশ্য বা সংলাপ নিয়ে আপত্তি করলেন না? জবাবে পরিচালক বলেন, ‘‘ছাড়পত্রের জন্য আমরা ছবি দেখি না, দেখে সাধারণ দর্শক।’’ এই মুহূর্তে নিজের পরবর্তী ছবি ‘দ্য ভ্যাক্সিন ওয়্যার’ নিয়ে ব্যস্ত। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us