রাশিয়াতে কী ঘটছে, তা নিয়ে প্রত্যেকে কথা বলছেন। কিন্তু রাশিয়াতে যেটা ঘটেনি, তা নিয়ে প্রায় কেউই কোনো কথা বলছেন না।
ভাগনার গ্রুপের সহপ্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোশিন প্রায় আট হাজার সেনা সমবেত করেন এবং রুশ ভূখণ্ডে প্রবেশ করেন। প্রিগোশিন তাঁর এ অভিযানকে ন্যায়ের জন্য অভিযাত্রা বলে অভিহিত করেন। তিনি সেনাবহর নিয়ে মস্কোর দিকে রওনা দেন। আপাতভাবে মনে হতে পারে, মস্কোয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অধিকারে নেওয়াটাই প্রিগোশিনের উদ্দেশ্য ছিল। প্রিগোশিন রোস্তভ-অন-দনে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থানীয় কার্যালয় অধিকারে নিয়েছিলেন।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভকে অপসারণের দাবি করেছিলেন প্রিগোশিন।