মমতা বন্দ্যোপাধ্যায় আহত

সমকাল প্রকাশিত: ২৭ জুন ২০২৩, ১৯:৩১

অল্পের জন্য হেলিকপ্টার দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি থেকে বাগডোগরায় ফেরার সময় ঝড়-বৃষ্টির কবলে পড়ে মমতাকে বহন করা হেলিকপ্টারটি। পরে  ভারতীয় সেনার সেবক এয়ার বেসে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করা হয়।


এ সময় দ্রুত নামতে গিয়ে পায়ে ও কোমরে আঘাত পান মমতা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে খবর পেয়ে ফোন করে মমতার খোঁজ-খবর নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা যায়, মঙ্গলবার বিকেলে বৈকুণ্ঠপুরের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টির কবলে পড়ে হেলিকপ্টারটি। হঠাৎ এটি দুলতে শুরু করে। এ সময় হেলিকপ্টারটি জরুরি অবতরণ করা হয়। দ্রুত নামতে গিয়ে পায়ে ও কোমরে চট পান মমতা । পঞ্চায়েত নির্বাচনের ভোটপ্রচারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে গিয়েছিলেন তিনি। মঙ্গলবার জলপাইগুড়ির ক্রান্তিতে জনসভা ছিল। সেখান থেকে বাগডোগরা বিমানবন্দর হয়ে বিকেলে কলকাতা ফেরার কথা ছিল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us