চার নভোচারী মঙ্গলে গেলেন? কোনো সাড়াশব্দ নেই তো! না, সৌরজগতের চার নম্বর গ্রহে যেতে এখনও মেলা দেরি। এরা গিয়েছেন এমন এক কক্ষে, যেখানকার পরিবেশ মঙ্গলের মতো করে তৈরি। উদ্দেশ্য, লাল গ্রহে যাওয়ার পর নভোচারীদের মানসিক অবস্থা কেমন হয় সেটি যাচাই করে দেখা।
পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকার পরিস্থিতি ও অন্যান্য মানসিক চাপের অভিজ্ঞতা নিয়ে নাসার এক পরীক্ষার অংশ হিসেবে মঙ্গলগ্রহের পরিবেশের সঙ্গে মিল রেখে তৈরি আবাসে প্রবেশ করেছেন চার স্বেচ্ছাসেবী।
‘ক্রু হেলথ অ্যান্ড পারফর্মেন্স এক্সপ্লোরেশন অ্যানালক (চাপিয়া)’ নামের এই মিশনে অংশ নেওয়া ব্যক্তিদের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারের ১৫৮ বর্গমিটারের (এক হাজার সাতশ বর্গফুট) এক বাসযোগ্য জায়গায় থাকতে দেখা যাবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদপত্র দ্য ইন্ডিপেন্ডেন্ট।