জীবনের প্রথম হজ করার জন্য ২০ বছর ধরে অর্থ জমিয়েছেন মিসরের দুই বোন জামালাত এবং সুয়াদ। তারপর চলতি বছর হজের জন্য মক্কাতেও আসেন তারা; কিন্তু হজের শুরুর দিনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জামালাত, যা সুয়াদকে সীমাহীন শোকের মধ্যে ফেলেছে।
আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের তথ্য অনুযায়ী, মিসরের সাধারণ নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা দুই বোন হজের জন্য ২০০২ সাল থেকে অর্থ সঞ্চয় শুরু করেন। ২১ বছর ধরে অর্থ সঞ্চয়ের পর বছর হজ করার জন্য কিছুদিন আগে মক্কায় আসেন তারা।