তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে গত প্রায় দুই বছরে আফগানিস্তানে বোমা হামলা ও সহিংসতায় এক হাজারেরও বেশি বেসামরিক নিহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে।
আফগানিস্তানে দায়িত্বরত জাতিসংঘ মিশন (ইউএনএএমএ) মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, ২০২১ সালের ১৫ অগাস্ট থেকে চলতি বছরের মে পর্যন্ত দেশটিতে ১০৯৫ জন বেসামরিক নিহত ও ২৬৭৯ জন আহত হয়েছেন।
বিদেশি সেনারা চলে যাওয়ার মধ্য দিয়ে কয়েক দশক ধরে চলা যুদ্ধের অবসান হওয়ার পরও দেশটিতে নিরাপত্তা চ্যালেঞ্জ রয়ে গেছে, এসব তথ্য সেটিই তুলে ধরেছে বলে জানিয়েছে তারা।