খোলা চুলে, বাঁধা চুলের সাজে সাফা কবির

প্রথম আলো প্রকাশিত: ২৭ জুন ২০২৩, ১৩:৩২

চেহারায় সতেজ ভাব থাকবে, এমন মেকআপের পাশাপাশি জমকালো বেশও দেখা যাবে। এবারের ঈদধারায় উজ্জ্বল রঙের আইশ্যাডো, সতেজ এবং কিছুটা চকচকে মেকআপও থাকছে।


বারবির ধারায় চুল ফুলিয়ে পেছনে উঁচু করে পনিটেইল বাঁধার চল এখন সবচেয়ে জনপ্রিয়। পাশাপাশি মাথায় স্কার্ফ, টেনড্রিল (চুল বেঁধে কানের ওপর দিয়ে কিছুটা বের করে রাখা), বাবল ব্রেইড (রাবার ব্যান্ড দিয়ে বলের মতো করে বেণি), ব্যালেরিনা খোঁপা, এলোমেলো খোঁপা ইত্যাদি সবই ষাট এবং নব্বই দশক থেকে অনুপ্রাণিত। উঁচু, নিচু—দুভাবেই বাঁধা হচ্ছে চুল।


জেল দিয়ে চুল ভেজানোর একটা ধারা এ বছরের শুরুতে জনপ্রিয় ছিল। এটা এবার ঈদের মধ্য দিয়েই শেষ হয়ে যাবে মনে করা হচ্ছে। রাতে শিফন বা জর্জেটের শাড়ি বা পাশ্চাত্য পোশাকের সঙ্গে করে দেখতে পারেন। ঢেউখেলানো, সোজা বা কোঁকড়া—চুলে সবই থাকবে এ বছর। যার যেই চুলের গঠন, সেটা ধরেই নানা ধরনের স্টাইলে যেতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us