ঈদ যাত্রার চতুর্থ দিন এসে বিলম্বে স্টেশন ছেড়েছে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলো। এতে করে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ঢাকায় ঢুকতে দেরি করায় ছাড়তে দেরি হচ্ছে।
আজ মঙ্গলবার ধূমকেতু, নীলসাগর ও সুন্দরবন আন্তঃনগর তিনটি ট্রেনই দুই ঘণ্টা দেরি করে ঢাকা স্টেশন ত্যাগ করেছে। তবে এখন পর্যন্ত স্টেশনে শৃঙ্খলা বজায় আছে। যদিও ধারণা করা হচ্ছে রাতে ও আগামীকাল ভিড় বাড়তে পারে।
দিনের প্রথম আন্তনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেস প্রায় দুই ঘণ্টা বিলম্বে রাজশাহীর উদ্দেশ্যে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। নীলসাগর এক্সপ্রেসের ৬টা ৪০ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে যাবার কথা থাকলেও সেটি ২ ঘণ্টা ৯ মিনিট বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে যায় সকাল ৮টা ১৭ মিনিটে। সুন্দরবন এক্সপ্রেস ৮টা ১৫ মিনিট ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ে ৯টা ১০ মিনিটে।
এদিকে ঢাকায় দেরি করে ট্রেন আসায় তা ঠিকভাবে পরিষ্কার না করেই আবার ছেড়ে দেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। এতে ট্রেনের বাথরুমগুলো নোংরা থেকে যাচ্ছে।