পরিধানযোগ্য রোবোটিক হাত তৈরি করেছেন টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষক মাসাহিকো ইনামি এবং তার দল। রোবট এই হাত তৈরি করার কারণ হচ্ছে, একজনের শরীরের অংশ হিসেবে এই বাহু যেন ব্যবহার করা যায়।।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মাসাহিকো ইনামি বলেছেন, ঐতিহ্যবাহী জাপানি পুতুল এবং ইয়াসুনারি কাওয়াবাতার নামে একটি ভৌতিক উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এটি তৈরি করেছেন। ওই উপন্যাসে একজন মহিলা হাত ধার করেন সবার কাছ থেকে।
ইনামি আরও বলেন,’রোবট এই হাত একেবারেই মানুষের প্রতিদ্বন্দ্বী নয়। বরং এমন কিছু, যা আমাদের সাহায্য করবে ঠিক যেমন একটি সাইকেল আমাদের সাহায্য করে। এই রোবট হাত তৈরি করার মাধ্যমে সৃজনশীলতার প্রকাশ পেয়েছে।’