পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, ভাগনার গ্রুপের বিদ্রোহ প্রমাণ করে যে, ইউক্রেনে ধ্বংসাত্মক যুদ্ধ পরিচালনা পুতিনের কৌশলগত বড় একটি ভুল। সোমবার তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ভাগনার বিদ্রোহের বিষয়টি একান্তই রাশিয়ার নিজেদের বিষয়। খবর বিবিসির
স্টলটেনবার্গ বলেন, ন্যাটো বেলারুশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আবারও সেখানে মস্কোর পারমাণবিক অস্ত্র মোতায়েনের নিন্দা জানায়।
তিনি বলেন, রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে, এমন কোনো ইঙ্গিত আমরা এখনও দেখতে পাচ্ছি না। তবে ন্যাটো সতর্ক রয়েছে। অধিক বিপজ্জনক বিশ্বেও লোকজনকে নিরাপদ রাখার জন্য ন্যাটোর প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট শক্তিশালী রয়েছে।