বীরের মা আমি, বাবাও আমি: বুবলী

সমকাল প্রকাশিত: ২৬ জুন ২০২৩, ১৬:৪৫

শবনম বুবলী। চিত্রনায়িকা। আসছে কোরবানির ঈদে তাঁর অভিনীত ‘প্রহেলিকা’ ও  ‘ক্যাসিনো’ নামে দুটি ছবি মুক্তি পাচ্ছে। ছবি দুটি নিয়ে প্রত্যাশা, ঈদ উদযাপন, সন্তান ও সংসারের নানা প্রসঙ্গ নিয়ে কথা হয় তাঁর সঙ্গে–


ঈদে আপনার অভিনীত ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’ নামে দুটি ছবি মুক্তি পাচ্ছে। ছবি দুটি নিয়ে প্রত্যাশা কেমন?


দুটি ছবি নিয়েই প্রত্যাশার জায়গাটা বেশ। ছবির গল্প, নির্মাণশৈলী ও কনসেপ্ট একেবারেই আলাদা। তাই ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’ আলাদা অভিজ্ঞতা দেবে দর্শককে। এর মধ্যে ‘প্রহেলিকা’ প্রেম ও দ্রোহের গল্প। আর ‘ক্যাসিনো’ হচ্ছে ক্যাসিনো নিয়ে অন্ধকার এক জগতের গল্প। আমি মনে করি, দুটি ছবিই আমার ক্যারিয়ারের অন্যতম ভালো ছবি। এর মধ্য দিয়ে দর্শক ভিন্ন এক বুবলীকে খুঁজে পাবেন। তাই প্রত্যাশা একটু বেশিই কাজ করছে বলতে পারেন।



দুটি ছবির মধ্যে প্রচার-প্রচারণা ও প্রত্যাশায় কোনটিকে এগিয়ে রাখছেন?


আমরা সব সময়ই বলি, সিনেমা হচ্ছে সন্তানের মতো। ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’ আমার দুই সন্তান। এর কোনোটিই পিছিয়ে রাখার অবকাশ নেই। আমি চাই, দুটি ছবিই নিজ নিজ গুণে সাফল্য পাক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us