‘উনি কি ইন্তেকাল করেছেন’ মন্তব্যে সিইসির দুঃখ প্রকাশ

দেশ রূপান্তর প্রকাশিত: ২৬ জুন ২০২৩, ১৬:০৬

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের রক্তাক্ত হওয়ার ঘটনায় সাংবাদিকদের এক প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেছিলেন, ‘উনি (প্রার্থী) কি ইন্তেকাল করেছেন। এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।


সোমবার (২৬ জুন) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিইসির দুঃখ প্রকাশের বিষয়টি জানানো হয়েছে।


বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের দিন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীর ওপর হামলা হওয়ায় ভোট শান্তিপূর্ণ হয়েছে বলা যাবে কি না, তা সিইসির কাছে জানতে চান এক সাংবাদিক। জবাবে সিইসি বলেন, উনি কি ইন্তেকাল করেছেন?


তার ওই বক্তব্যের পর নানা মহলে সমালোচনা হয়। ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করিমের রক্তাক্ত হওয়া নিয়ে সিইসি কাজী হাবিবুল আউয়ালের মন্তব্যে মানহানির অভিযোগ তুলে গত বৃহস্পতিবার আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আবদুল বাসেত।


নোটিশে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ চাওয়া হয়। পাশাপাশি মানহানির অভিযোগে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

উপজেলা নির্বাচনের তফসিল হতে পারে কাল

প্রথম আলো | নির্বাচন কমিশন কার্যালয়
৮ মাস, ১ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us