আমেরিকা এবং মিশর সফর সেরে দেশে ফিরতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মণিপুরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে কিছু না জানানো হলেও, সরকারের একটি সূত্র মারফত এই খবর মিলেছে।
তিন দিনের আমেরিকা সফর এবং দু’দিনের মিশর সফর সেরে রবিবারই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। অন্য দিকে রবিবারও মণিপুর থেকে হিংসার খবর এসেছে। রবিবার সন্ধ্যায় সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের সঙ্গে বৈঠক করেছেন শাহ। শনিবার বিকেলে মণিপুর নিয়ে সর্বদলীয় বৈঠকে পৌরোহিত্য করেন শাহ। শাহি বৈঠকের পর একটি টুইট করে বীরেন জানান, মণিপুরের পরিস্থিতি সামলাতে ‘সক্ষম’ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। নিজের বক্তব্যের সমর্থনে বীরেন এ-ও জানান যে, ১৩ জুন থেকে সে রাজ্যের হিংসায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। আরও পড়ুন: ‘প্রচারে বেরোতে পারছি না, আমাদের নিরাপত্তা দিন’, হাই কোর্টে আর্জি মালদহের ১৭ জন কংগ্রেস প্রার্থীর সিবিআই-তলবে প্রেসিডেন্সি জেলের চিকিৎসক এলেন নিজাম প্যালেসে, কুন্তলের চিঠি নিয়ে জিজ্ঞাসাবাদ পরে সংবাদমাধ্যমের সামনে মণিপুরের মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের সমস্ত বিধায়ক, রাজনৈতিক দলের প্রতিনিধি, নাগরিক মঞ্চের সঙ্গে কথা বলার এটাই আদর্শ সময়।”