মাদকের ছোবল থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে হবে

যুগান্তর ড. অরূপরতন চৌধুরী প্রকাশিত: ২৬ জুন ২০২৩, ১১:৫৫

আজ ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘People first: stop stigma and discrimination, strengthen prevention’. অর্থাৎ ‘মানুষকে প্রাধান্য দিয়ে কলঙ্ক ও বৈষম্য বন্ধ করুন, প্রতিরোধ জোরদার করুন’। এর নিহিতার্থ হলো, মাদকাসক্ত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি বৈষম্য দূর করতে ও সহানুভূতি দেখাতে হবে, যাতে করে তারা তাদের সমস্যাটির


জন্য সহযোগিতা নিতে পারেন এবং সর্বোপরি প্রতিরোধ কার্যক্রম জোরদার করতে হবে।


মাদকাসক্তি বর্তমান বিশ্বের ক্রমবর্ধমান সমস্যাগুলোর অন্যতম। আমাদের আশপাশে আত্মীয়-পরিজন কিংবা বন্ধু-বান্ধব কারও এ সমস্যা থাকলে তাকে সবাই নেতিবাচক দৃষ্টিতে দেখে। এমনকি তার পরিবারের সঙ্গে বিভিন্ন বৈষম্যমূলক আচরণ করে। যেমন-সমাজ থেকে বিচ্ছিন্ন করা, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মাদকাসক্ত ব্যক্তি ও তার পরিবারকে অপমান করা, যোগ্যতা থাকলেও কর্মক্ষেত্রে চাকরিচ্যুত করা, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া ইত্যাদি। সমাজের এসব নেতিবাচক আচরণের ভয়ে একজন মাদকাসক্ত ব্যক্তির সঙ্গে তার পরিবারও অনেক সময় মাদক সমস্যার সমাধানে কারও কাছে সহায়তা চাইতে লজ্জা ও সংকোচবোধ করে এবং সমস্যাটি সামনে নিয়ে আসতে চায় না। ফলস্বরূপ, সমস্যার তীব্রতা যখন অসহনীয় পর্যায়ে চলে যায়, তখন মাদকনির্ভর ব্যক্তির সমস্যার ধরন অনুযায়ী কী ধরনের চিকিৎসা সহায়তা প্রয়োজন, তা বিবেচনা না করেই চিকিৎসাকেন্দ্রে নিয়ে ভর্তি করে। আবার কখনো মাদকাসক্ত ব্যক্তির ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us