‘মঞ্চের শুরুতে আমি ফ্লোর ঝাড় দিতাম’

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৬ জুন ২০২৩, ১০:১১

মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র- সব মাধ্যমেই সফল অভিনেতা জাহিদ হাসান। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘বিচ্ছু’র মতো তুমুল জনপ্রিয় মঞ্চ নাটকেও অভিনয় করেছিলেন তিনি। অথচ শুরুতেই সব কিছু পেয়ে যাননি। 


স্মৃতি রোমন্থন করে জাহিদ হাসান বলেন, ‘আমি যখন মঞ্চে কাজ শুরু করি, তখন ফ্লোর ঝাড় দিতাম। এরপর কখনও শো’য়ের দিন টিকিট বিক্রি করতাম। তারপর চা পরিবেশন করতাম সবাইকে।’ 


এভাবেই শূন্য থেকে অনন্য হয়ে উঠেছেন একজন জাহিদ হাসান। 


মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর বিশেষ পর্বে এবার অতিথির আসনে দেখা যাবে জাহিদ হাসানকে। এই অনুষ্ঠানেই অভিনেতা বলেন, ‘শুধুমাত্র অভিনয়ের টানে পরিবারের সাথে আমার অভিমানের জায়গা তৈরি হয়েছিল। নামী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েও ঢাকা চলে এসেছিলাম অভিনয়ের প্রতি ভালোবাসায়। পরিবার থেকে হাত খরচের টাকা না নিয়ে ঢাকাতেই সংগ্রাম করে থাকতাম। সকাল-বিকাল-রাত পাউরুটির সাথে গুড় দিয়ে খেতাম। ঐ দিনগুলোতে এত পাউরুটি খেয়েছি, এখন সেজন্য পাউরুটি মুখেই তুলতে পারি না। একটা সময় যাতায়াত ভাড়ার টাকা বাঁচানোর জন্য টিএসসি থেকে রামপুরা বিটিভি ভবনে হেঁটে যেতাম। নাটকের মহড়ায় ছিঁড়ে যাওয়া প্যান্ট আর গেঞ্জি পরে চলে যেতাম। অনেক বড় নাট্যজনরা কর্মশালা করাতে আসতেন। একটা ডায়েরি কেনারও পয়সা ছিল না। এক পাতার কাগজেই সব পয়েন্টগুলো টুকে রাখতাম। তখনই মনে হয়েছিল, অভিনয় অনুধাবনের বিষয়, অনুভবের বিষয়, সবকিছু কাগজে কলমে লেখার প্রয়োজন নেই।’ 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us