সাফটা চুক্তির আওতায় ইতোমধ্যেই দেশে হিন্দি সিনেমা মুক্তির অনুমতি পেয়েছে ভারত। সেই ধারাবাহিকতায় গেল ১২ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় হিন্দি সিনেমা ‘পাঠান’। এবার ভারতে হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে বাংলাদেশি সিনেমা।
ইতোমধ্যে মুম্বাইভিত্তিক প্রতিষ্ঠান এনফিক্সস প্রাইভেট লিমিটেড বাংলাদেশের ছয়টি সিনেমার হিন্দি ডাবিং ডিজিটাল স্বত্ব কিনে নিয়েছে।
খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন এনফিক্সস প্রাইভেট লিমিটেডের বাংলাদেশ প্রতিনিধি চলচ্চিত্র পরিচালক ফয়সাল আহমেদ।