ঢাকায় পশুর হাট এখনও জমার অপেক্ষায়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ জুন ২০২৩, ০৮:২৫

কোরবানির ঈদের বাকি আর তিন দিন, প্রস্তুতি শেষে রাজধানীর হাটে রোববার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পশু বেচাকেনা। প্রথমদিন বেচাকেনা কম হলেও সোমবার থেকে হাট জমজমাট হওয়ার আশা প্রকাশ করছেন ব্যবসায়ীরা।


ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে এবার কোরবানির পশুর হাট ২০টি। এর মধ্যে উত্তর সিটিতে হাট আছে ১০টি, দক্ষিণে এই সংখ্যা ৯। এছাড়া কচুক্ষেত রজনীগন্ধা সুপার মার্কেটের পাশে বসেছে আরেকটি হাট, যেটি পরিচালনা করছে ক্যান্টনমেন্ট বোর্ড।


হাটগুলো ঘুরে দেখা গেছে, কোরবানির পশু আসছে এখনও, তবে সেভাবে বেচাকেনা শুরু হয়নি।


মিরপুরের ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গায় বসা হাটে ক্রেতাদের উপস্থিতি তেমন চোখে পড়েনি। ক্রেতারা এসে দর-দাম করে চলে যাচ্ছিলেন।


মেহেরপুরের গাংনী থেকে ১৫টি গরু নিয়ে শনিবার রাতে এই হাটে আসেন নাসির উদ্দীনসহ আরও ৬ জন।


নাসির বলেন, “লোকজন আসছে দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us