হামে ৫ শিশুর মৃত্যুর পর বদলে যাওয়া সেই ত্রিপুরাপল্লির একমাত্র স্কুলে তালা

আজকের পত্রিকা প্রকাশিত: ২৬ জুন ২০২৩, ০৮:২০

হাম রোগে আক্রান্ত হয়ে পাঁচটি শিশুর মৃত্যুর পর সারা দেশে আলোচনায় আসে চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকার মনাই ত্রিপুরাপল্লি। ২০১৮ সালের আগস্টের ঘটনা এটি। হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পশ্চিমে অবস্থিত অবহেলিত এই জনপদে ৬০টির বেশি পরিবারের বাস। এখানে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীটি ছিল সরকারি উন্নয়ন ও সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। 


তবে ২০১৯ সালে হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে সেখানে প্রতিষ্ঠা হয় মনাই ত্রিপুরাপল্লি স্কুল। করা হয় অবকাঠামোগত উন্নয়ন। কিন্তু শিক্ষক সংকট ও অব্যবস্থাপনায় তিন মাস আগে বন্ধ হয়ে গেছে স্কুলটি। এটি মন্দির ভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কর্মসূচির অধীনে পরিচালিত হয়।


এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম বলেন, ‘হাটহাজারী থেকে বেশ দূরে হওয়ায় এখানে কেউ শিক্ষকতা করার জন্য যেতে চায় না। এ কারণে প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। আমরা এই সমস্যা সমাধানের জন্য খুব দ্রুত চেষ্টা করছি।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us