কোরবানির পশুর মধ্যে লবণযুক্ত গরুর চামড়ার দাম গত বছরের চেয়ে ৬ শতাংশ বাড়ানো হয়েছে। লবণযুক্ত ঢাকায় গরুর চামড়া প্রতি বর্গফুট ৫০-৫৫ টাকা, টাকার বাইরে ৪৫-৪৮ টাকা। গত বছর ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়া দাম ছিল ৪৭-৫২ এবং বাইরে ৪০-৪৪ টাকা।
আজ রোববার আসন্ন কোরবানি ঈদে চামড়ার দর নির্ধারণসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাণিজ্যমন্ত্রী বলেন, গতবারের তুলনায় এবার লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৬ শতাংশ বাড়ানো হয়েছে। লবণযুক্ত ঢাকায় গরুর চামড়া প্রতি বর্গফুট ৫০-৫৫ টাকা, টাকার বাইরে ৪৫-৪৮ টাকা। গত বছর ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়া দাম ছিল ৪৭-৫২ এবং বাইরে ৪০-৪৪ টাকা। তবে খাসি ও বকরির চামড়া গত বছরের দামেই বিক্রি হবে। খাসির লবণযুক্ত চামড়ার দাম ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, চামড়ার দাম নিয়ে ব্যবসায়ীরা কারসাজি করলে কাঁচা চামড়া রপ্তানির অনুমোদন দেওয়া হবে।