বিশ্বনাথ ঘোষের থ্রো ইনে সোহেল রানা দারুণ ক্রস বাড়ালেন। তপু বর্মন হেডে পাস বাড়িয়ে দিলেন রাকিব হোসেনকে। হেডেই জাল খুঁজে নিলেন এই ফরোয়ার্ড। শুরুতে গোল হজমের ধাক্কা সামলে সমতার স্বস্তি নিয়ে বিরতিতে গেল বাংলাদেশ।
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে রোববার বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়ছে বাংলাদেশ ও মালদ্বীপ। দুই দল প্রথমার্ধ শেষ করেছে ১-১ সমতায়।
দাপুটে শুরুর পর আচমকা গোল হজম
দ্বিতীয় মিনিটেই কর্নার পায় বাংলাদেশ। জামালের কর্নার অনেকটা লাফিয়ে ক্লিয়ার করেন মালদ্বীপের এক ডিফেন্ডার। প্রতিপক্ষকে চেপে ধরার ইঙ্গিত মিলে যায় শুরুতেই। একটু পর কর্নার আদায় করে নেয় মালদ্বীপও। হামজার কর্নার হেডে ক্লিয়ার করেন তপু।
সপ্তম মিনিটে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে দ্রুত আক্রমণে ওঠেন মোহাম্মদ সোহেল রানা। থ্রু পাসও বাড়ান। তবে বলে গতি থাকায় রাকিব হোসেন ছুটে গিয়েও নাগাল পাননি। ভালো সুযোগ নষ্টের হতাশা সঙ্গী হয় দলের।