ডা. সংযুক্তা সাহা বনাম সেন্ট্রাল হাসপাতাল

আজকের পত্রিকা স্বপ্না রেজা প্রকাশিত: ২৫ জুন ২০২৩, ১৬:১১

বাংলাদেশের চিকিৎসাসেবা বা স্বাস্থ্যসেবা, যা-ই বলি না কেন, এই সেবা নিয়ে অনেক অসন্তোষ আছে, আছে অভিযোগ। যদিও এই অসন্তোষ, অভিযোগ নতুন নয়, অনেক দিনের। স্বাস্থ্যসেবার গুণগতমান বৃদ্ধি, স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিবছর বাজেটে অর্থ বরাদ্দ, পরিকল্পনার সমাহার থাকে। এটা বলতেই হয়, পাকা সড়কের মতো স্বাস্থ্যসেবার সাইনবোর্ড প্রত্যন্ত অঞ্চল, গ্রামগঞ্জে পৌঁছে গেলেও এই সেবার গুণগতমান মানুষের হৃদয়াঞ্চলে সেভাবে পৌঁছাতে পারেনি, যা দুঃখজনক।


এমনকি নগরে অভিজাত আকাশছোঁয়া হাসপাতালগুলোতেও একই অবস্থা। ‘সেবা’ শব্দটা সঙ্গে নিয়ে চলা এই কার্যক্রম মোটেও তার গুরুত্ব কিংবা মহত্ত্ব বহন করে না। তেমন দৃষ্টান্ত চারপাশে। বলা যায়, সেবা শব্দটা তার মানবিক ও সামাজিক দিকটা হারাতে বসেছে, কিংবা কোনো দিন সে ছিল না হয়তোবা এবং তা লক্ষণীয়। গুণগতমান এমন পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে যে অসুস্থ হলেই মানুষ এখন পাশের দেশ ভারতে চলে যাচ্ছে চিকিৎসা করাতে। অল্প খরচে ভালো চিকিৎসা, এমন মনোভাবে রোগীদের ছুটে যাওয়া। এখানে একটা কথা বলা জরুরি, বাংলাদেশেও আন্তর্জাতিক মানের চিকিৎসক আছেন, তবে তেমন স্বাস্থ্যব্যবস্থা নেই বিধায় অনেকেই তাঁদের সন্ধান পায় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us