রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর যেকোনো খারাপ খবরেই বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। যেমন যুক্তরাষ্ট্রের গ্যাস কারখানা আগুনের কারণে বন্ধ হয়েছে বা ফ্রান্সের তেলের ডিপোয় ধর্মঘট হয়েছে কিংবা রাশিয়া ইউরোপের কাছে রুবলে গ্যাসের দাম চেয়েছে, অথবা আকাশ একটু ভার হয়েছে—এমন যেকোনো খবরে তেলের দাম বেড়েছে।
তবে চলতি বছরের জানুয়ারি মাস থেকে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। এক বছর আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ছিল ১২০ ডলার, এখন তা ৭৫ ডলারের আশপাশে ঘোরাফেরা করছে।
ইউরোপের গ্যাসের দাম কমে এসেছে। গত আগস্ট মাসে যার দাম ছিল সর্বোচ্চ, সেখান থেকে তেলের দাম ৮৮ শতাংশ কমেছে বলে জানিয়েছে দ্য ইকোনমিস্ট।