প্রকৃত ঋণ বেশি পান না পশুর চামড়া ব্যবসায়ীরা

প্রথম আলো প্রকাশিত: ২৫ জুন ২০২৩, ১০:৩২

আসন্ন কোরবানির ঈদে পশুর কাঁচা চামড়া ক্রয় ও সংরক্ষণে ব্যবসায়ীরা অন্তত ৫০০ কোটি টাকা ঋণ চেয়েছিলেন। কিন্তু ব্যাংকগুলো দিচ্ছে তার অর্ধেক, মানে ২৫৯ কোটি টাকা।


এটি এই খাতে ব্যাংকগুলোর গত বছরের ৪৪৩ কোটি টাকার ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার চেয়ে ১৮৪ কোটি টাকা কম। ব্যবসায়ীরা অবশ্য আশঙ্কা করছেন, প্রতিবছরের মতো এবারও তাঁরা ব্যাংকের প্রতিশ্রুত ঋণ পাবেন না। কারণ, ব্যাংকগুলো অনুমোদিত ঋণ থেকে ব্যবসায়ীদের আগের বকেয়া কেটে রাখবে।


কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, পশুর কাঁচা চামড়া সংরক্ষণে ১২টি ব্যাংক এবার ঋণ দেবে। এর মধ্যে জনতা ব্যাংক একাই দেবে ১০০ কোটি টাকা। এ ছাড়া অগ্রণী ব্যাংক ৮০ কোটি, রূপালী ব্যাংক ৩৫ কোটি, সোনালী ব্যাংক ২৫ কোটি ও বেসিক ব্যাংক ৫ কোটি টাকা ঋণ দেবে। বাকি ঋণ দেবে বেসরকারি খাতে আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক, দি সিটি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us