গেল কয়েক মাস ধরেই ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোশিন রুশ সেনানায়কদের বিরুদ্ধে বিষোদ্গার করে আসছেন। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও সর্বাধিনায়ক ভ্যালেরি গেরাসিমভকে যাচ্ছেতাই ভাষায় বকাঝকা করেছেন। তাঁদের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে অদক্ষতারও অভিযোগও তুলেছেন প্রিগোশিন।
একটি ভিডিওতে প্রিগোশিনকে তাঁর নেতৃত্বাধীন ভাড়াটে যোদ্ধাদের দল ভাগনারের সৈন্যদের মৃত্যুর জন্য মস্কোকে দায়ী করতেও দেখা গেছে। সৈন্যদের মৃতদেহের স্তূপ পেছনে রেখে প্রিগোশিন ওই ভিডিও তে হাজির হন। একটি চিঠিতে তিনি শোইগুকে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ঘুরে যাওয়ার চ্যালেঞ্জ দেন। পুব দিকের শহর বাখমুতে ভাগনাররা তখন যুদ্ধ করছেন আর সমানে মারা পড়ছেন। প্রিগোজিন এসব মৃত্যুর জন্য রুশ সেনাবাহিনীকে দায়ী করছেন।