তিন বছর ধরে বিবাদ চলছিল গায়ক সোনু নিগম এবং টি-সিরিজ়ের প্রধান ভূষণ কুমারের মধ্যে। জানা গেল সেই ঝগড়াঝাঁটির অবসান ঘটেছে সদ্য, মিটমাট হয়ে গিয়েছে সব ভুল বোঝাবুঝির।
বরফ গলতে শুরু করেছিল গত বছর থেকেই। আমির খানের ছবি ‘লাল সিংহ চড্ডা’-তে ‘ম্যায় কেয়া করুঁ’ গানটির জন্য আমির চেয়েছিলেন সোনুকেই। ছবির গানের স্বত্ব ছিল টি-সিরিজ়ের। তখনই পরস্পরের সঙ্গে দেখা করে কথা বলে যাবতীয় সমস্যা মিটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। এর পর অতীত ভুলে আবার একসঙ্গে কাজ করার মতো জায়গায় আসেন দু’জন।
‘শেহজাদা’ ছবিতে গান গাইতে সম্মত হন সোনু। এই ছবির অন্যতম প্রযোজক ভূষণ, সঙ্গীত পরিচালক প্রীতম। এই ছবির শীর্ষসঙ্গীতটি গেয়েছিলেন সোনু।
এখন সব কিছু স্বাভাবিক। ভূষণের স্বপ্নের ছবি ‘আদিপুরুষ’-এও সোনুর গান রয়েছে। ‘জয় শ্রী রাম’ কভারে অন্য শিল্পীদের সঙ্গে সোনুও কণ্ঠ দিয়েছেন। সোনু অবশ্য বলেন, “এটা কোনও বড় ব্যাপার নয়। শান্তি আর ভালবাসাই শেষ পর্যন্ত থেকে যায়।”