বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কতিপয় নেতার বিরুদ্ধে উত্থাপিত যৌন নিপীড়নের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ। গতকাল বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে এ তাগিদ দেন তিনি।
ফেসবুক পোস্টে আনু মুহাম্মদ বলেন, তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রজীবন থেকেই বাসদ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টকে দেখেছেন খুব কাছে থেকে। ৮০’র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে পরবর্তী দশকগুলোতে জনস্বার্থের সব আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে এই দল ও ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সহযোগী সংগঠন। ৯০’র দশকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা ছিল ছাত্রফ্রন্টের কর্মীদের, বিশেষত নারী কর্মীদের। বর্তমানে দুর্বল অবস্থা হলেও এক সময়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রফ্রন্ট খুবই শক্তিশালী সংগঠন হিসেবে শিক্ষার লড়াই, অন্যায় নিপীড়ন বৈষম্য বিরোধী লড়াই এগিয়ে নিতে কাজ করেছে। তাদের সংগঠনে নারী কর্মীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য এবং নারী–পুরুষ কর্মীদের সম্মিলিত লেগে থাকা কাজ, তাঁদের শ্রম, নিষ্ঠা, ঐক্য সবই অন্যদের অনুপ্রাণিত করত।