এসব কিসের আলামত

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ২৩ জুন ২০২৩, ০৮:৩২

একই দিনে পত্রিকায় সংবাদপত্র অফিসে হামলা ও সাংবাদিক নিগ্রহের দুটি খবর আমাদের বিচলিত না করে পারে না। সংবাদপত্র অফিসে হামলার ঘটনা ঘটেছে খুলনায়। আর সাংবাদিক নিগ্রহের ঘটনাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। একজন ইউপি চেয়ারম্যানকে নিয়ে প্রতিবেদন প্রকাশের কারণে কয়েক দিন আগে জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানিকে হত্যা করা হয়। এসব কিসের আলামত?


খুলনা থেকে প্রকাশিত দেশ সংযোগ পত্রিকায় গত ১৪ এপ্রিল খুলনা নগরের জুয়া, মাদকসহ নানা অপরাধের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। পরদিন চার থেকে পাঁচজন অপরিচিত যুবক ওই পত্রিকার সম্পাদক মুন্সি মাহবুব আলমকে গালাগালি করেন ও দেখে নেওয়ার হুমকি দেন।


ওই ঘটনায় খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন সম্পাদক। পরদিন পাঁচ-ছয়জন যুবক হেলমেট ও মুখে কাপড় বেঁধে হাতে চাপাতি ও লম্বা ছোরা নিয়ে ওই পত্রিকার কার্যালয়ে হামলা করেন। তাঁরা অফিসের সামনের জানালা ভাঙচুর করে চলে যান। পুরো সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা দেখা যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us