জন্মদিন বা বিশেষ দিবস উপলক্ষে বন্ধু বা পরিচিতদের বার্তা পাঠান অনেকেই। কিন্তু মাঝেমধ্যে ব্যস্ততার কারণে সময়মতো বার্তা পাঠানো আর হয়ে ওঠে না। তবে অ্যান্ড্রয়েডের শিডিউল এসএমএস–সুবিধা কাজে লাগিয়ে চাইলেই নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে যেকোনো ব্যক্তিকে বার্তা পাঠানো যায়।
নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠানোর জন্য প্রথমে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে গুগলের মেসেজেস অ্যাপ চালু করতে হবে। এরপর মেসেজেস অ্যাপের ডানে থাকা স্টার্ট চ্যাট বাটনে ক্লিক করে যে ব্যক্তিকে বার্তা পাঠাতে হবে, সেই ব্যক্তির ফোন নম্বর লিখে টেক্সট অপশনে বার্তা লিখতে হবে। এবার এসএমএস সেন্ড বাটনে দীর্ঘ সময় চেপে ধরলে তিনটি অপশন দেখা যাবে। শিডিউলড সেন্ড অপশন নির্বাচনের পর পরবর্তী পেজে তারিখ ও সময় নির্বাচনের অপশন পাওয়া যাবে। সুবিধামতো তারিখ ও সময় নির্ধারণ করে সেন্ড বাটনে ট্যাপ করলেই নির্ধারিত সময়ে নির্দিষ্ট ব্যক্তির কাছে বার্তা চলে যাবে।