আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে চোট সমস্যা ভাবাচ্ছে বাংলাদেশ দলকে। বৃহস্পতিবার অনুশীলন সেশনে চোট সমস্যায় ভুগেছেন টাইগারদের তিন ওপেনার। তামিমের পিঠের চোটটা পুরোনোই। যে কারণে আফগানদের বিপক্ষে মিরপুর টেস্ট খেলেননি তিনি।
যদিও টেস্ট ম্যাচের তৃতীয় দিন থেকেই অনুশীলন শুরু করেন তামিম। আজ ওয়ানডে অধিনায়ককে আবারও কিছুটা ভুগতে দেখা গেল। ব্যাটিং অনুশীলন ঠিকঠাক করলেও ফিল্ডিং অনুশীলনের সময় পিঠে ব্যথায় অস্বস্তি করেন। পরে ফিল্ডিং অনুশীলন বাকি রেখেই চলে যান ড্রেসিংরুমে।একই দিনে চোট পেয়েছেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকা অন্য দুই ওপেনার লিটন দাস ও নাঈম শেখও। অনুশীলনের সময় নিচু হয়ে আসা বলে ব্যথা পান নাঈম। লিটনের চোট লেগেছে থ্রোয়ারের বল ডান হাতে বাজেভাবে লাগায়। এরপর আর নেটে ব্যাট করেননি লিটন।পরে অবশ্য জানা গেছে, লিটন-নাঈমের চোট গুরুতর নয়।