১৯৩৯ সালে রোবট নিয়ে গল্প লিখতে শুরু করেন রুশ বংশদ্ভূত প্রখ্যাত মার্কিন সায়েন্স ফিকশন লেখক আইজ্যাক আসিমভ। এর দীর্ঘ ৮০ বছর পর আজ বিতর্ক চলছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে। আজিমভ কিন্তু এই ভবিষ্যৎ সম্পর্কে অনেকটাই সঠিক অনুমান করে গেছেন তার বৈজ্ঞানিক কল্পকাহিনির পাতায়।
আসিমভের কল্পিত রোবটগুলো তিনটি আইন দ্বারা চালিত হতো: প্রথমত, কাজের মাধ্যমে হোক বা নিষ্ক্রিয়তায়– তারা এমন কিছু কাজ করবে না যা দ্বারা মানুষের ক্ষতি হয়; দ্বিতীয়ত, প্রথম আইনটির পরিপন্থি নাহলে – তারা মানুষের যেকোনো আদেশ পালনে বাধ্য থাকবে; এবং প্রথম ও দ্বিতীয় আইনের বিরুদ্ধে না গিয়ে রক্ষা করবে নিজ অস্তিত্ব।
বিখ্যাত এই লেখক কল্পকাহিনির পাশাপাশি বৈজ্ঞানিক ও ঐতিহাসিক ঘটনাবলীর সম্ভাব্য নানান ব্যাখ্যা দিয়েও বই লিখেছেন। কোনো এক আঙ্গিকে নিজেকে আবদ্ধ রাখেননি আসিমভ। এভাবে ১৯৯২ সালে মৃত্যুর আগপর্যন্ত পৃথিবীবাসীকে উপহার দিয়ে গেছেন অন্তত ৫০০ বই।