ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত রোজেট হাউজ নামের একটি পাঁচ তারকা হোটেল তাদের একজন অতিথির বিরুদ্ধে ৫৮ লাখ রূপি আর্থিক ক্ষতির অভিযোগ এনেছে। হোটেল কর্তৃপক্ষের দাবি, এই অতিথি হোটেলের কয়েকজন কর্মীর সঙ্গে যোগসাজশে প্রায় দুই বছর বিনা পয়সায় হোটেলে থেকেছেন।
অভিযুক্ত কর্মীরা হোটেলের বিল করার প্রক্রিয়ায় কারচুপি করে ওই ব্যক্তিকে কোনো টাকা প্রদান ছাড়াই ৬০৩ দিন থাকতে দিয়েছেন।
অঙ্কুশ দত্ত নামের ওই অতিথির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন হোটেলের একজন কর্মকর্তা। অভিযোগপত্রে বলা হয়েছে, হোটেলের কর্মীদের সঙ্গে যোগসাজশ ও চক্রান্ত করে অঙ্কুশ দত্ত তাদের বড় অংকের ক্ষতি করেছেন। অভিযোগপত্রে বলা হয়, "আসাম থেকে আগত অঙ্কুশ দত্ত ২০১৯ সালের ৩০ মে এই হোটেলে ওঠেন এবং একদিনের জন্য একটি রুম বুক করেন। তিনি তার পরিচয়ের প্রমাণস্বরূপ পাসপোর্টের কপি দেখান। কিন্তু ৩১ মে'তে তিনি হোটেল ছেড়ে যাননি, বরং ২০২১ সালের ২২ জানুয়ারি পর্যন্ত তিনি এই হোটেলে থেকেছেন।"