এআইয়ের তৈরি গান কি পুরস্কার পাবে? কী বলছে গ্র্যামি?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ জুন ২০২৩, ১৮:০০

প্রতিনিয়ত নতুন ঘরানার গান আসছে, জয় করে নিচ্ছে শ্রোতাদের মন। জনপ্রিয় নতুন ধারার আবির্ভাবসহ নানা কারণেই প্রতি বছরই গ্র‍্যামি অ্যাওয়ার্ডের মানদণ্ড এবং নীতিমালা যাচাই করে দেখতে হয় পুরস্কারটির আয়োজক সংস্থা সংস্থা রেকর্ডিং অ্যাকাডেমিকে। 


এবারের প্রশ্ন, এআইয়ের তৈরি গান কি পুরস্কারের  জন্য বিবেচিত হবে? কে পাবে সেই পুরস্কার?


জেনারেটিভ এআই জায়গা করে নিয়েছে সৃজনশীলতার নানা শাখায়, বাদ যায়নি সঙ্গীতও। প্রযুক্তিটি ব্যবহার করে শিল্পীরা তৈরি করে ফেলতে পারছেন গোটা গানও।


এআইয়ের সাহায্য নিয়ে এরইমধ্যে গান তৈরি করেছেন হালের দুই জনপ্রিয় শিল্পী ‘দ্যা উইকেন্ড’ এবং ‘ড্রেক’। এইসব গান মাস দুয়েক আগে যখন ভাইরাল হল, তখনই সঙ্গীতাঙ্গনে নড়েচড়ে বসতে হয়েছে সবাইকে। প্রযুক্তিটিকে আর বুঝি উপেক্ষা করার উপায় থাকল না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us