আবারও সংবাদের শিরোনাম হলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। তবে এবার ক্রিকেটার ঋষভ পন্ত কিংবা নাসিম শাহর সঙ্গে নাম জড়িয়ে নয়; বরং বিশ্বের সেরা ‘কুমারী’র খেতাব জিতে সংবাদের শিরোনাম হলেন উর্বশী। ‘আইডবলিওএম-বাজ অ্যাওয়ার্ড’-এর বিচারকদের মতে, এই মুহূর্তে উর্বশীই হচ্ছেন পুরো বিশ্বের সেরা বিবাহযোগ্য নারী! শুধু এই সম্মান নয়, সঙ্গে উর্বশীকে গ্লোবাল সুপারস্টার অ্যাচিভার সম্মানেও সম্মানিত করা হয়। নিজের ইনস্টাগ্রামে খুশির সংবাদটি শেয়ার করেছেন উর্বশী নিজেই।
ইনস্টাগ্রামে উর্বশী লিখেছেন, ‘সবার প্রতি কৃতজ্ঞতা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই সম্মান বহন করে অধ্যবসায়ের সঙ্গে কাজ চালিয়ে যাব।’