এবার জাতীয় পরিচয়পত্রে ছবি ব্যবহার না করার অদ্ভুত দাবি!

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড মনোয়ারুল হক প্রকাশিত: ২২ জুন ২০২৩, ১৪:০০

পৃথিবীর সকল সমাজের বিভাজনের বড় সামাজিক কারণ হচ্ছে ধর্ম। ধর্মীয় মতদ্বৈততাই সমাজকে সবচেয়ে বেশি বিভক্ত করে। তার অসংখ্য উদাহরণ পৃথিবীর নানা সমাজে বিদ্যমান। আমাদের দেশও তার থেকে বাইরে নয়। 


অনেক দিন ধরেই মুখ আচ্ছাদিত করে বোরকা পরা নিয়ে নানান আলোচনা চলছিল। দেশের বিভিন্ন অংশে, পরীক্ষার হলে ছাত্রীরা নেকআব (মুখ আচ্ছাদন) অপসারণ করতে রাজি হচ্ছিল না। পরীক্ষার হলে তারা সরাসরি অস্বীকৃতি জানালে বিব্রতকর অবস্থা চলছিল। ক্ষেত্রবিশেষে দেখা যাচ্ছিল, তারা এই বোরকার সহযোগিতায় ব্লুটুথ ব্যবহার করে নকল করছে। পরীক্ষা হলের এসব বিষয় যখন সামনে আসলো, তখন হাইকোর্ট একটি নির্দেশনা জারি করলেন। হাইকোর্ট সুস্পষ্ট আদেশ প্রদান করলেন, পরীক্ষার হলে তাদের মুখের আইডেন্টিটি প্রকাশ করতে হবে।


এই আদেশ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের কয়েকজন ছাত্রীর করা রিট মামলায়। আদালতে তারা পরীক্ষার হলে মুখ প্রদর্শন করতে চায় না। তাদের আইডেন্টিটি নেওয়ার ব্যবস্থা রদ করার জন্য ছিল এই রিট। সেই আবেদন নিষ্পত্তি করতে গিয়েই শীর্ষ আদালত উপরে উল্লেখিত আদেশ প্রদান করেছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us