বৃষ্টির প্রবণতা কিছুটা কমে দেশের দুই বিভাগে তাপমাত্রা বাড়তে পারে। অন্যদিকে চার বিভাগে অতিভারী বৃষ্টিতে জাগছে শঙ্কা।
বৃহস্পতিবার (২২ জুন) সকালে পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার আষাঢ়ের ৮ তারিখ। সব বিভাগে কম-বেশি বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টির প্রবণতা বেশি রংপুর বিভাগে। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায়। রংপুর বিভাগের পুরো অঞ্চল জুড়েই ভারী বৃষ্টি হচ্ছে।
বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার থেকে ঢাকা প্রায় বৃষ্টিহীন। বাড়ছে ভ্যাপসা গরম।